মাসিক ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকেরা। আন্দোলনের অংশ হিসেবে রোববার দুপুরে তারা রাজধানীর শাহবাগে সড়কের একপাশ অবরোধ করেছেন।
রোববার সকালে শাহবাগ মোড়ে ট্রেইনি চিকিৎসকদের অবস্থান কর্মসূচি করার কথা থাকলেও পুলিশের বাধায় সেখানে অবস্থান করতে পারেননি তারা। পরে বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সব গেটে তালা দিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকেরা। এতে চরম দুর্ভোগের শিকার হন রোগী ও তাদের স্বজনরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরে দুপুর ১টার দিকে বিএসএমএমইউর ভেতর থেকে বেরিয়ে শাহবাগে অবস্থান করতে চাইলে পুলিশ ও চিকিৎসকদের মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর এক পর্যায়ে শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন চিকিৎসকেরা।
পুলিশের বার বার অনুরোধের পরও সড়ক ছাড়ছেন না চিকিৎসকরা। পুলিশের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটেছে। চিকিৎসকরা বলছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেউ সড়ক ছেড়ে যাবেন না।
নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ বার বার চিকিৎসকদের বোঝানোর চেষ্টা করছেন। চিকিৎসকদের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটা টিম চাচ্ছেন। সেই পাঁচজনকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পৌঁছে দেয়ার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিচ্ছেন। তবে চিকিৎসকরা অশ্বস্ত হচ্ছেন না।
চিকিৎসকদের পক্ষ থেকে ডাক্তার তুহিন বলেন, আমারা এরমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছি। আমাদের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর সঙ্গে কথা বলেছিলো। সেখানে আমরা তিন ঘণ্টা বসেও সাক্ষাৎ করতে পারিনি। পরে প্রধানমন্ত্রীর পিএস আমাদের কাছে ২ দিনের সময় চাওয়ার পর আমরা আমাদের দাবির কোন অগ্রগতি দেখিনি।
তিনি আরও বলেন, ‘পুলিশ আমাদের আগের কাজটাই আবার করতে বলছেন। যেটা এখন সম্ভব না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক ছেড়ে যাবো না। পুলিশ মারলে মার খাবো তাও সড়ক ছাড়বো না।’