The news is by your side.

শাহবাগে ধাওয়া-পাল্টাধাওয়া, বঙ্গবন্ধু মেডিকেলে আগুন

0 86

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ আন্দোলনে রাজধানীর শাহবাগে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গনে রাখা কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতা–কর্মীরা ইট পাটকেল ছুড়ছিলেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভকারীরা দলে দলে জড়ো হতে শুরু করেন শাহবাগে। লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীরা চড়াও হলে প্রতিরোধ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

এদিকে এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলন চলছে।

শনিবার (৩ আগস্ট) এক দফা দাবিতে সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. নাহিদ ইসলাম।

Leave A Reply

Your email address will not be published.