নিজস্ব প্রতিবেদক
শারীরিক অসুস্থতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দিল্লি সফরে যাননি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি ভিশন নিউজ ২৪ কে নিশ্চিত করেছে।
তিনদিনের রাষ্ট্রীয় সফরে আজ ভারত গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের সদস্য বর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ভারতে যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের।
কিন্তু শেষ মুহূর্তে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় তিনি যেতে পারেননি।