The news is by your side.

শামীম- অহনা আচমকা ‘বিয়ে’

0 131

শামীম হাসান সরকার ও অহনা রহমানকে চলমান সময়ের সবচেয়ে ব্যস্ত জুটি বললে ভুল হবে না।

গত কয়েক মাসে তারা একসঙ্গে অন্তত দুই ডজন নাটকে অভিনয় করেছেন। শুধু অনস্ক্রিনে নয়, তাদের রসায়ন বাস্তবেও জমজমাট।

শামীম-অহনা প্রেমে মজে আছেন।সোশ্যাল হ্যান্ডেলে দুজনের কমেন্ট চালাচালি কিংবা উপহার বিনিময় ঘুরেফিরে প্রেমের দিকেই ইঙ্গিত দেয়।

প্রেমের গুঞ্জন যখন ধীরলয়ে চলছে, তার মধ্যেই আচমকা ‘বিয়ে’ চমক নিয়ে হাজির শামীম ও অহনা! রবিবার মধ্যরাতে ফেসবুকে বিয়ের একটি হলফনামার ছবি পোস্ট করেন শামীম।

 

Leave A Reply

Your email address will not be published.