The news is by your side.

“শান্তি সমাবেশে হামলা হলে আমাদের কর্মীরা বসে থাকবে না”

0 95

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গায়ে পড়ে বিএনপি যদি আমাদের ওপর আক্রমণ করতে আসে, তখন তো আমরা চুপচাপ বসে থাকবো না।‘ বিএনপির নাশকতার জবাব দেওয়া হবে- এমন মনোভাব নিয়ে তিনি প্রশ্ন তোলেন, ‘আমাদের কর্মীরা কি তখন শান্ত থাকবে?’

বৃহস্পতিবার বনানীর সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘শান্তি সমাবেশে যদি হামলা হয়, তাহলে আমাদের কর্মীরা বসে থাকবে না। পাল্টা হামলা অবশ্যই হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমরা বিএনপির সভাস্থলে গিয়ে হামলা করতে যাবো না। এখন পর্যন্ত আমরা এটা করিনি, করবোও না। কারণ আমরা সরকারে আছি। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা নির্বাচনে শান্তি চাই। নির্বাচনের আগের পরিবেশটাতেও শান্তি চাই। আমরা দেশ চালাচ্ছি, তাই আমরা গায়ে পড়ে অশান্ত পরিবেশ হতে দেবো না।’

তিনি আরও বলেন, ‘আমরা উসকানি দেবো কেন? তার কোনো প্রয়োজন নেই আমাদের। শান্তিপূর্ণভাবে দেশটা চালাতে পারবো। আজকের এই উন্নয়ন, বিরোধীরা স্বপ্নেও কখনও এমন উন্নয়ন দেখেনি। এমন উন্নয়নের কথা ভাবতেও পারেনি। তারা আন্দোলন করছে। আমরা একদিকে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় রাজপথে সতর্ক পাহারায় আছি। অন্যদিকে আমাদের উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।’

 

Leave A Reply

Your email address will not be published.