The news is by your side.

শান্তি প্রস্তাবের আগে ইউক্রেনকে নতুন ‘বাস্তবতা’ মেনে নিতে হবে: রাশিয়া

0 119

 

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তিন ধাপের শান্তি প্রস্তাব দিয়েছেন বলে যে খবর বেরিয়েছে সেটি নাকচ করে দিয়েছে রাশিয়া। শান্তি প্রস্তাবের আগে কিয়েভকে নতুন ‘বাস্তবতা’ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে মস্কো। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিষয়টি নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের কাছ থেকে রাশিয়া যেসব অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সেগুলোসহ বিদ্যমান বাস্তবতা বিবেচনা করা নাহলে অগ্রগতি অর্জন সম্ভব নয়।

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেনের কাছে আরও সামরিক সরঞ্জাম, আর্থিক এবং অন্যান্য সহায়তা দিতে ইউক্রেনের আহ্বানেরও সমালোচনা করেন দিমিত্রি পেসকভ।

এদিকে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা সংক্রান্ত চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিয়েছে জি সেভেন। ইউক্রেনের সেনাবাহিনীকে সহযোগিতার জন্য ২.১ বিলিয়ন ডলারের একটি তহবিল দেওয়ার ব্যাপারে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। কিয়েভকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে নিজ দেশের সদিচ্ছার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস।

Leave A Reply

Your email address will not be published.