The news is by your side.

শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’ এখন বায়োস্কোপে

0 221

 

দেশের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম জনপ্রিয় দুই নাম শাকিব খান ও বুবলী। পর্দায় রোমান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবনের রোমান্স, বিয়ে ও সন্তানের বিষয় প্রকাশ্যে আসার পর থেকেই শীর্ষ আলোচনায় থাকছেন এই জুটি। তবে এই জুটির অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘বিদ্রোহী’ এবার নতুন করে আলোচনায়। সিনেমাটি মুক্তি পেল অনলাইনে যা শাকিব ও বুবলী ভক্তদের জন্য দারুণ সুসংবাদ।

গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সুপারস্টার শাকিব খান ও বুবলী অভিনীত চলচ্চিত্র ‘বিদ্রোহী’। এই জুটির আলোচিত এই সিনেমাটি এবার মুক্তি পেল ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে।

শাকিব অভিনীত ‘বিদ্রোহী’ বুধবার থেকে সম্পূর্ণ ফ্রি’তে দেখা যাচ্ছে বায়োস্কোপে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন শাকিব খান নিজেই। বিদ্রোহী’র পোস্টার ও লিঙ্ক শেয়ার করে শাকিব লিখেছেন, “অনেকেই হয়তো এখনও ‘বিদ্রোহী’ চলচ্চিত্রটি দেখতে পারেননি। সুখবর হচ্ছে, ‘বিদ্রোহী’ চলে এসেছে বায়োস্কোপে। একদম ফ্রিতে এই মুভিটি দেখে নিন।”

সমাজের ন্যায়নীতি ও দেশপ্রেমের গল্প নিয়ে নির্মিত ‘বিদ্রোহী’ বায়োস্কোপের অ্যাপে এক্সক্লুসিভ এইচডি প্রিন্টে দেখা যাচ্ছে। সিনেমাটিতে কিং খানকে পাওয়া গেছে মারকাটারি অ্যাকশন অবতারে। শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমায় শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, মৃদুলা প্রমুখ।

২০১৮ সালে ‘মাননীয় সরকার একটা প্রেম দরকার’ নামে ‘বিদ্রোহী’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এরপর তিনবার নাম পরিবর্তন করে যথাক্রমে ‘কালপ্রিট’, ‘একটু প্রেম দরকার’ ও ‘ক্রিমিনাল’ রাখা হয়। সর্বশেষ ‘বিদ্রোহী’ নামে ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।

Leave A Reply

Your email address will not be published.