The news is by your side.

শাকিব খান তো প্রতারণা করছেন না: সুবহা

0 184

 

চলচ্চিত্রে প্রতিষ্ঠিত হতে নায়িকারাই শাকিবের কাছে আসেন এবং তার সঙ্গে অভিনয় করে ওই সকল নায়িকা প্রতিষ্ঠিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত  মুখ সুবহ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সুবাহ।

শাকিব-খান বুবলী প্রসঙ্গে সুবাহ বলেন, ‘আমি মনে করি এটা একটা ব্যক্তিগত ব্যাপার। এটা বেডরুমেই সীমাবদ্ধ থাকার কথা। তবে আমি এটাও মনে করি, এক হাতে কখনোই তালি বাজে না। ’

শাকিব খানকে দেশের সম্পদ উল্লেখ করে সুবাহ বলেন, ‘তার কাছে যারা যাচ্ছে তারা জেনে-বুঝেই যাচ্ছে, নিজের ইচ্ছাতেই যাচ্ছে। এমন তো না যে শাকিব খান তাদের জোর করে নিয়ে যাচ্ছেন। শাকিব খান যাদের বিয়ে করছেন বা বাচ্চা আসছে, তাদের তো অস্বীকার করছেন না, প্রতারণা করছেন না। তাদের সম্মান দিয়ে প্রতিষ্ঠিত করে নায়িকা বানিয়ে; সুপারস্টার বানিয়ে জীবন যাপন করছেন। ’

শাকিবকে সম্মিলিতভাবে আক্রমণ করার ঘোর বিরোধী এই নবাগতা। তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনে ব্রেক-আপ হতেই পারে, ডিভোর্স হতেই পারে। শাকিবকে সবাই আক্রমণ করছে, এটা বাংলাদেশের চলচ্চিত্রের জন্য খুবই হতাশাজনক একটি ব্যাপার। ’

সুবহা আরো বলেন, ‘আমি দর্শকের জায়গা থেকে বলছি, সেই মেয়েগুলো বা সেই আর্টিস্টগুলো―তাদের তো জোর করে নিয়ে গিয়ে আটকিয়ে রেখে কিছু করা হচ্ছে না। তারা তো নিজের ইচ্ছাতেই যাচ্ছে। তারা নিজের ইচ্ছাতেই যাচ্ছে আবার দর্শক শাকিবকে ভিকাটম বানাচ্ছে। আমি মনে করি দোষ থাকলে দুজনারই আছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা তাদেরই শেষ করা দরকার। ’

শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগ এলে করবেন কি না―এমন প্রশ্ন করা হলেই সুবহা সরাসরি বললেন, ‘হ্যাঁ, অবশ্যই। শাকিব খান যে ধরনের গল্পে কাজ করেন, নির্মাতা যদি মনে করেন এখানে আমার কাজ করার সুযোগ আছে, নির্মাতার যদি চাহিদা থাকে তাহলে কাজ করব। করব না কেন?’

আগামী ২১ তারিখ ‘বসন্ত বিকেল’ নামে সুবহার অভিনীত চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে।

এ উপলক্ষে বেশ জোরালো প্রচারণা চালাচ্ছেন তিনি।

‘বসন্ত বিকেল’ পরিচালনা করেছেন রফিক সিকদার। এতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শিপন মিত্র।

 

 

Leave A Reply

Your email address will not be published.