The news is by your side.

শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, এটা বড় কোনো ইস্যু না:  নিপুণ

0 145

ধর্ষণের অভিযোগ শাকিব খানের বিরুদ্ধে । অভিযোগের ভিত্তিতে শিল্পী সমিতির ভূমিকা প্রসঙ্গে চিত্রনায়িকা নিপুণ জানালেন যেহেতু শাকিব শিল্পী, তাঁকে সব ধরনের সহযোগিতা করবেন।

বৃহস্পতিবার রাতে রাজধানীর শেরাটন হোটেলে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নিপুণ।

শিল্পী সমিতির মুখপাত্র হিসেবে নিপুণ বলেন, ‘আমি মনে করি একজন শিল্পী সে সবসময়ই শিল্পী। অনেক সময়ই শিল্পীদের নিয়ে বিভ্রান্তমূলক কথা প্রকাশ হয়। একজন শিল্পী সারাজীবনই আর যদি তিনি বয়সটা ধরে রাখতে পারেন তাহলে আমাদের উচিত তাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত।’

শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনের জন্য  ‘অ্যাসোসিয়েশনে যে কেউ কমপ্লেইন করতে পারেন। শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে অনেকদিন ধরে একাই টেনে নিয়ে যাচ্ছেন, টিকিয়ে রেখেছেন। উনারা অভিযোগ করেছেন আমরা শিল্পী সমিতি সেটা গ্রহণ করেছি। আর আমাদের সভাপতি দেশের বাইরে আছেন, উনি আসবেন তারপর আমরা এটা নিয়ে বসবো।’

শিল্পী সমিতি সবার আগে শিল্পীর দিকটা অগ্রেয়াধিকার দেবে বলে জানিয়েছেন নিপুণ। তিনি বলেন, আমার মনে হয় যে এটা বড় কোনো ইস্যু’জ না। বড় করলেই বড় হয়। এটা যেভাবে সমাধান করা যায়, আমরা সেভাবেই এটাকে সমাধান করবো। শিল্পী সমিতি আর্টিস্টদের সংগঠন। আমরা সবার আগে শিল্পীর কথা শুনবো।’

শাকিবকে শিল্পী সমিতি সবধরনের সহযোগিতা করবে বলে জানালেন চিত্রনায়িকা নিপুণ। শাকিবের সঙ্গে কথা হয়েছে জানিয়ে নিপুণ বলেন, উনি যেহেতু আর্টিস্ট। উনার সঙ্গে কথা হয়েছে। উনিও অপেক্ষা করছেন আমাদের সভাপতির জন্য। আমরা শিল্পীদের পাশে থাকবো, শিল্পীদের সহযোগিতা সবার আগে করবো। কারণ আমাদের সংগঠনের কাজ কী? সঙ্গঠনের কাজই হলো শিল্পীদের পাশে দাঁড়ানো।’

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.