The news is by your side.

শাকিব খানকে, ছেলে শেহজাদের মতই মনে হয় বুবলির, মনে হয়- দুইটা বাচ্চা!

0 129

চিত্রনায়িকা বুবলী বলেছেন, ‘শেহজাদ তার বাবার মতো। আমি গল্প শুনেছি… পরিবারের সবাই বলে একদম মাসুদের মতো, বাড়িতে উনাকে (শাকিব খান) সবাই মাসুদ নামে ডাকে।’

সম্প্রতি এক বেসরকারি টিভির অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

বুবলী আরও বলেন, শেহজাদের সঙ্গে সময় কাটানোর সময় সেও (শাকিব) তিন বছরের হয়ে যায়। বাবার সঙ্গে শেহজাদ ফুটবল খেলে, দাবা খেলে, গাড়িতে ঘুরতে বের হয়, লুকোচুরি খেলে। আমি যখন এগুলো দেখি, আমার মনে হয় দুইটা বাচ্চাকে দেখছি। শেহজাদ তার বাবার সঙ্গে সময় কাটাতে বেশি ইনজয় করে।

এই নায়িকা ছেলের বিষয়ে আরও বলেন, কার্টুন দেখার সময় অনেক সময় ইউটিউবে আমাদের মুভির গানগুলো চলে আসে তখন সে ড্যাডি-মাম্মি বলে উচ্ছ্বাস করে।

Leave A Reply

Your email address will not be published.