মমতা শঙ্কর কয়েক মাস আগে মহিলাদের শাড়ি পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। এবার আবার কিছুদিন আগে তিনি শাঁখা-পলা পরা উচিত, কেন উচিত সেটা নিয়ে মন্তব্য করায় ফের নতুন করে বিতর্ক উসকে গিয়েছে। এবার সেই প্রসঙ্গে তাঁকে জবাব দিলেন তসলিমা নাসরিন।
তসলিমা নাসরিন বরাবরই ভীষণ ভোকাল। কোনও বিষয়েই তিনি নিজের মতামত দিতে পিছপা হন না। এবারেও মমতা শঙ্কর যখন বিবাহিত মহিলাদের শাঁখা-পলা পরা নিয়ে সওয়াল করলেন তখন সেটার জবাব দিলেন লেখিকা।
মমতা শঙ্কর শাঁখা-পলা পরা নিয়ে কিছু দিন আগে বলেন, ‘বিদেশে যদি ওয়েডিং রিং পরে, তাহলে এখানে শাঁখা – পলা পরতে অসুবিধে কোথায়?’ এবার এই বিষয়ে তসলিমা লিখলেন, ‘বিদেশে যদি ওয়েডিং রিং পরে, তাহলে এখানে শাঁখা – পলা পরতে অসুবিধে কোথায়? প্রশ্ন করেছেন মমতা শঙ্কর। এর উত্তর হল, কোনও অসুবিধে নেই, কেউ কাউকে শাঁখা – পলা পরতে বাধা দিচ্ছে না। বিদেশের প্রসঙ্গ যেহেতু তোলা হয়েছে, তাহলে বলি, বিদেশে ওয়েডিং রিং স্বামী – স্ত্রী দুজনই পরে। এখানে কিন্তু শাঁখা – পলা শুধু স্ত্রীরা পরে।’