The news is by your side.

শর্তসাপেক্ষে বিয়ে করতে রাজি শার্লিন চোপড়া!

0 108

বছরের হিসাবে অনেক দিন হলেও সিনেমার সংখ্যা তেমন বেশি না শার্লিন চোপড়ার। অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনায় এখন স্বল্পদৈর্ঘ্যের সিনেমা ও মিউজিক ভিডিও নির্মাণ করছেন তিনি। ব্যস্ততা কারণে এত দিনও বিয়ে করেননি এই অভিনেত্রী।

এবার বিয়ের কথা ভাবছেন শার্লিন। এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। বিয়ে নিয়ে পরিকল্পনার কথা জিজ্ঞেস করলে তিনি জানান, আর দশটা মেয়ের মতো তাঁরও বিয়ে করার ইচ্ছা রয়েছে।

তাঁর স্বামী হতে হলে ছেলেকে কেমন হতে হবে, তা জানান শার্লিন। শার্লিন চোপড়া চান, তাঁর স্বামী হবেন লাখপতি। এ ছাড়া আরও কিছু শর্ত রয়েছে তাঁর। মনের দিক দিয়ে তাঁকে অনেক ভালো হতে হবে, তাঁর সঙ্গে কখনো মিথ্যে বলবেন না। সৎ ও নিষ্ঠাবান হবেন। এসব শর্ত যদি কেউ পূরণ করতে পারেন, তাহলে তাঁকেই বিয়ে করবেন শার্লিন।

সাক্ষাৎকারের একপর্যায়ে প্রশ্নকারী সাংবাদিককে এসব গুণ থাকা পাত্রও খুঁজে দিতে বলেন শার্লিন। অভিনয়ের চেয়ে নিজের ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে আলোচনায় বেশি থাকেন তিনি। তবে এসব বিষয়ে বেশি ভাবেন না শার্লিন। অভিনয় ক্যারিয়ারেও তাঁর পথচলা তেমন সহজ ছিল না। বড় বড় পরিচালক তাঁকে প্রত্যাখান করেছিলেন। কিন্তু তিনি দমে যাননি। নিজের কাজের দক্ষতা দিয়ে এগিয়ে গেছেন।

 

Leave A Reply

Your email address will not be published.