The news is by your side.

শরীর যৌবনকালের মতো টান টান রাখা বেশ চ্যালেঞ্জিং:  রানি মুখোপাধ্যায়

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য ওজন নিয়ে বিড়ম্বনায় রানি!

0 122

রানি মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ  আদিত্য চোপড়া, শাহরুখ খান, ভিকি কৌশল, ক্যাটরিনা, রেখা থেকে গৌরী খান সকলেই।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে দুই সন্তানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রানি। নরওয়ে চাইল্ড ওয়েলফেয়ার সার্ভিস এর জন্য মায়ের থেকে বিচ্ছিন্ন সন্তানেরা। সত্য গল্প অবলম্বনে তৈরি এই ছবির নাম ভূমিকায় রানির অভিনয় নজর কেড়েছে ইতিমধ্যেই। ছবিতে ওজন নিয়ন্ত্রণে রাখা নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে তাঁকেও।

মুম্বই সংবাদ সংস্থার কাছে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রানি জানিয়েছেন, ‘মায়ের নিজস্ব সৌন্দর্য থাকে। সেটাই চরিত্রের প্রয়োজনে ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। পাঁচ মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন এমন এক মায়ের ভূমিকায় অভিনয় করেছি।

এই প্রজন্মের মায়েদের কাছে শরীরের বাড়তি মেদ ঝরিয়ে আগের মতো হয়ে যাওয়া কঠিন নয় মোটে। তাঁদের কাছে ডায়েট, জিম, আছে সব ব্যবস্থাই। কিন্তু যে মা বিদেশে থাকেন, চাকরি করেন, একা সন্তান মানুষ করেন, তাঁর জন্য শরীর যৌবনকালের মতো টান টান রাখা বেশ চ্যালেঞ্জিং’।

বাস্তবের মিসেস চ্যাটার্জির জীবনের স্ট্রাগল অনেকটাই। দীর্ঘ তাঁর লড়াইয়ের পথে কখনও তাঁর ওজন বেড়েছে কখনও কম হয়েছে ভীষণ। চরিত্র ফুটিয়ে তুলতে অভিনেত্রী রানিকেও সেই একই পথের মধ্যে দিয়ে যেতে হয়েছে। অল্প সময়ের মধ্যে ওজন কম বেশি করতে হয়েছে। একটা ভাল ছবির জন্য এই চ্যালেঞ্জ সানন্দে গ্রহণ করেছেন রানি।

 

Leave A Reply

Your email address will not be published.