The news is by your side.

শরীরের দরও পাইনি উল্টে মন ভেঙেছে: মিয়া খালিফা

0 709

 

 

তোমার মন নেই? কুসুমকে নয়, বরং মিয়াঁকে একবার এই প্রশ্নটা করে দেখুন, মিয়াঁ কিন্তু স্পষ্ট উত্তর দেবেন শরীর দেখেছে সবাই, কিন্তু শরীরের দরও পাইনি উল্টে মন ভেঙেছে !

তিন মাস পর্নোগ্রাফিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিলেন। তাতেই তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। মিয়া খালিফাকে এক ডাকে চেনেন সকলেই। এক সাক্ষাৎকারে নিজের রোজগার সম্পর্কে মিথ ভাঙলেন মিয়া। যা ট্রেন্ডিং টুইটারে।

শ্রীদেবী। লালচক। আর তারপরেই মিয়া খালিফা। টুইটারে মিয়া লিখেছেন…..

পর্ন ফিল্ম করে আমি মাত্র ১২,০০০ ডলার রোজগার করেছি। আমি মোটেই লক্ষ লক্ষ ডলার পাইনি।

তিনি আরও বলেন, পর্ন ইন্ডাস্ট্রি ছাড়ার পর কাজ পাওয়া সহজ ছিল না। কী করব জানতাম না। বায়োডেটায় অনেকদিনের গ্যাপ ছিল। সেই সময়টা কঠিন ছিল।

মিয়া আরও জানিয়েছেন, পর্ন ইন্ডাস্ট্রি ছাড়ার পর শুধুমাত্র রোজগারের তাগিদে সোশাল মিডিয়ায় ছবির লিঙ্ক রেখে দিয়েছিলেন। তা থেকেই বেশ কিছুদিন টাকা পেয়েছেন তিনি। ২০১৪ সালের অক্টোবর মাসে প্রথমবার পর্ন ছবিতে অভিনয় করেন মিয়া খালিফা।

হিজাব পরে পর্নফিল্মে কাজ করে পরিচিত পান, সেইসেই সঙ্গে বিতর্কেও জড়ান মিয়া। পরিবারের সঙ্গে বাড়তে তাকে দূরত্ব। তারপরই এই ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আসেন মিয়া। এখনও তিনি মোস্ট সার্চড পর্নস্টার। অ্যাডাল্ট ফিল্ম পরবর্তী জীবন নিয়ে মিয়ার সাক্ষাৎকারই এবার বাইরাল নেটদুনিয়ায়।

 

Leave A Reply

Your email address will not be published.