The news is by your side.

শরীফুল ঝড়ে বিধ্বস্ত আফগানিস্তান, একশ’র আগেই হারাল ৮ উইকেট  

0 129

 

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। টস হেরে বোলিংয়ে নামায় আগের ম্যাচের স্মৃতি নিশ্চয়ই কারও কারও মনে এসেছিল। এই আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেই যে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ। তবে আজ (মঙ্গলবার) আর তেমনটা হয়নি। বরং দুর্দান্ত বোলিংয়ে আফগানদের নিয়ে ছেলেখেলায় মেতেছেন শরীফুল ইসলামরা।

আজ (মঙ্গলবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামা আফগানদের সংগ্রহ ৩৭ ওভারে ৮ উইকেটে ৯০ রান।

আফগান শিবিরে ধস নামান পেসার শরিফুল ইসলাম। তিনি ৯ ওভারে ২১ রানে ৪ উইকেট শিকার করেন। তার শিকার হয়ে সাজঘরে ফেরেন দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি করা ইব্রাহিম জাদরান, রহমত শাহ, মোহাম্মদ নবি ও আব্দুর রহমান।

আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি এবং বাঁ-হাতি স্পিনার জিয়াউর রহমানকে আউট করেন তাইজুল। দ্বিতীয় ওয়ানডেতে ১৪৫ রানের ইনিংস খেলা আফগান ওপেনারকে আউট করেন পেসার তাসকিন আহমেদ। আর নজিবুল্লাহ জাদরানকে আউট করেন সাকিব আল হাসান।

সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৭ রানে জয় পায় আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচে ৩৩১ রান

করে ১৪২ রানের জয়ে সিরিজ নিশ্চিত করে আফগানরা।

Leave A Reply

Your email address will not be published.