শনিবার দেশে ফিরছেন আবদুল গাফ্ফার চৌধুরী (কফিনবন্দি হয়ে)
দুপুর ১ টায় আনা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে
নিজস্ব প্রতিবেদক
অমর একুশে সংগীতের রচয়িতা, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সাংবাদিক এবং কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে শনিবার বেলা ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।
বাংলাদেশ সরকারের পক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিমানবন্দরে আবদুল গাফ্ফার চৌধুরীর জাতীয় পতাকা মোড়ানো কফিন গ্রহণ করবেন।
বিমানবন্দর থেকে সরাসরি নিয়ে আসা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকেল তিনটার পর শহীদ মিনার থেকে নেয়া হবে জাতীয় প্রেসক্লাবে। কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় প্রেসক্লাবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত বর্ণে বুদ্ধিজীবীর মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। বনানী বুদ্ধিজীবী কবরস্থানে স্ত্রীর পাশে চির নিদ্রায় শায়িত করা হবে বাঙালির বুদ্ধিবৃত্তিক চর্চার বাতিঘর আব্দুল গাফফার চৌধুরীকে।
লন্ডন থেকে আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ ঢাকায় আনা, গার্ড অব অনার প্রদান এবং বনানী কবরস্থানে দাফন সবকিছুই হবে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়।
সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভিশন নিউজ ২৪ কে এ তথ্য নিশ্চিত করেন।