The news is by your side.

শতাব্দীর ভয়ঙ্করতম ঘূর্ণিঝড়‘হাগিবিস’ ধেঁয়ে আসছে জাপানে

0 677

 

 

ধেয়ে এল এ শতাব্দীর ভয়ঙ্করতম ঘূর্ণিঝড় ‘হাগিবিস’। যার জেরে সপ্তাহের শেষের দিনে থমকে গেছে জাপানের ব্যস্ততম জনজীবন। এই ‘হাগিবিস’ টাইফুন জাপানের মূল ভূখণ্ডেই আছড়ে পড়তে চলেছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দফতর।

জাপানের আবহাওয়া দপ্তর জানায়, ১৮০ কিলোমিটার বেগে বইছে ঝড়ো হাওয়া। এই টাইফুনের কারণে বন্যা এবং ভূমিধসও হতে পারে।

শনিবার জাপানের সবচেয়ে জনবহুল দ্বীপ হোনশু এ টাইফুনের কবলে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক দোকানপাট, কল কারখানা এবং ট্রেন চলাচলও। জাপানে শনিবার অনুষ্ঠেয় রাগবি বিশ্বকাপ এবং ফর্মুলা ওয়ান রেসও এ ঝড়ের কারণে ব্যাহত হচ্ছে।

যে সব জায়গা টাইফুনের কবলে পড়ার ঝুঁকি আছে সেসব এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

১৯৫৮ সালের কানোগাওয়া টাইফুনের পর জাপানে হাগিবিসই সবচেয়ে শক্তিশালী টাইফুন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কানোগাওয়া টাইফুনে জাপানে বারোশ’রও বেশি মানুষ নিহত হয়েছিল।

 

 

Leave A Reply

Your email address will not be published.