The news is by your side.

লোকসভা নির্বাচনে ‘ন্যায়বিচারের পাঁচটি স্তম্ভ’র ওপর জোর কংগ্রেসের

২০২৪ সালের নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস

0 122

 

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে কংগ্রেস। শুক্রবার (৫ এপ্রিল) দিল্লিতে এআইসিসি এর সদর দফতরে এটি প্রকাশ করা হয়েছে। এই ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘ন্যায় পত্র’। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে।

সাধারণ নির্বাচনের আগে দলীয় প্রধান মল্লিকার্জুন খার্গ এবং দলের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীসহ কংগ্রেসের শীর্ষ নেতারা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন।

কংগ্রেস তার ইশতেহারে পঞ্চ ন্যায় বা ‘ন্যায়বিচারের পাঁচটি স্তম্ভ’র ওপর জোর দিয়েছে। এগুলো হলো ‘যুব ন্যায়’, ‘নারী ন্যায়’,  ‘কিষান ন্যায় , ‘শ্রমিক ন্যায়’ এবং ‘হিসসেদারি ন্যায়’। পাশাপাশি লোকসভা নির্বাচনের জন্য তার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে জনগণকে দেওয়া গ্যারান্টিগুলোর ওপরও জোর দিয়েছে দলটি।

Leave A Reply

Your email address will not be published.