ভারতের কংগ্রেসের সদস্যপদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। এর আগে শুক্রবার দেশটির সুপ্রিম কোর্টের তরফ থেকে তার শাস্তি স্থগিত করা হয়েছিল। মোদি পদবি অবমাননা মামলায় রাহুলকে গত মার্চ মাসে দোষী সাব্যস্ত করেছিল সুরাত আদালত। তাকে দু’বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
স্পিকারের সচিবালয় থেকে সোমবার সকালে এ বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে। শুক্রবারের সুপ্রিম স্থগিতাদেশের পরই রাহুলকে তার সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার জন্য লোকসভায় আর্জি পেশ করেছিল কংগ্রেস।
গত মার্চে রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়েছিল লোকসভা থেকে। চার মাস পর সেই পদ ফিরে পেলেন ওয়েনাড় থেকে নির্বাচিত সাংসদ রাহুল।
২০১৯ সালের লোকসভা ভোটে কর্নাটকে প্রচারে গিয়ে মোদি পদবি নিয়ে মন্তব্যের জন্য গত ২৩ মার্চ রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন সুরাত আদালত। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ২৪ মার্চ রাহুলের সংসদ সদস্য পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা।