ক্রীড়া ডেস্ক
লিভারপুল তারকা দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রের মৃত্যুর খবরে শোকে স্তব্ধ ফুটবলবিশ্ব। মাঠের বাইরের এই ট্র্যাজেডিতে শোক প্রকাশ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিসহ বিশ্বের নানা প্রান্তের ফুটবলপ্রেমীরা।
জোতার মৃত্যুর খবরে নীরবে কাঁদছেন লিভারপুল সমর্থকেরা। ক্লাবের মাঠ অ্যানফিল্ডের সামনে ফুল হাতে দাঁড়াচ্ছেন তারা। কেউ চোখ মুছছেন, কেউ আবার চুপচাপ দাঁড়িয়ে জানাচ্ছেন শেষ শ্রদ্ধা।
জোতার স্মৃতিকে অমর করে রাখতে অনেক সমর্থক চাইছেন, লিভারপুলের ২০ নম্বর জার্সিটি যেন আর কাউকে না দেওয়া হয়। তাদের কথা মেনে ইতোমধ্যে ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৪-২৫ মৌসুমে ক্লাবের ২০তম লিগ শিরোপা জয়ে জোতার অবদানকে স্মরণীয় করে রাখতেই তার ২০ নম্বর জার্সিকে ‘অমর’ ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে সমর্থকদের সামনে সেই স্বভাবসুলভ হালকা চালে শরীর দুলিয়ে করা জয়সূচক গোলটিই ছিল তার শেষ গোল।
যা আজও হৃদয়ে রয়ে গেছে। লিভারপুলের ইতিহাসে ২০তম লিগ জয়ের পেছনে নম্বর ২০ জার্সিধারীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’
তবে ক্লাব স্পষ্টভাবে বলেনি, ২০ নম্বর জার্সি আর কখনো ব্যবহার হবে না কি না। কিন্তু সমর্থকদের অনেকে ক্লাবের এই ‘অমর’ ঘোষণা থেকেই ধরে নিচ্ছেন—জার্সিটি আর কাউকে দেওয়া হবে না।
জোতার শেষকৃত্য হবে আগামীকাল শনিবার তার জন্মশহর পর্তুগালের গোন্দোমারে। স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় ৩টা) ‘ইগ্রেজা মাতৃজ দে গোন্দোমার’ গির্জায় হবে শেষকৃত্যানুষ্ঠান।
শুক্রবার বিকেলে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য জোতা ও তার ভাই আন্দ্রের মরদেহ রাখা হবে গির্জার ফিউনারেল চ্যাপেলে।