শাকিব খানের সঙ্গে মূখ্য অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। যদিও অন্তরাত্মা নামের সিনেমাটি এখনও মুক্তি পায়নি। তবে এরইমধ্যে বাংলাদেশের আরেকটি সিওনেমায় কাজ করতে যাচ্ছেন ভারতের বাংলাভাষী এ অভিনেত্রী।
বাংলাদেশে ‘লিপস্টিক’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। আর মূখ অভিনেতা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন আদর আজাদ। ‘লিপস্টিক’ সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন কামরুজ্জামান।
বাংলাদেশের সিনেমাটিতে অভিনয় করছেন এমনটাই জানিয়ে কলকাতা থেকে দর্শনা বলেন, অনেক আগেই সিনেমাটি নিয়ে কথা হয়েছে। গল্পটি শুনে বেশ ভালো লেগেছে। সবকিছু মিলে যাওয়াতে কাজটি করছি। শাকিব খানের পর নতুন নায়ক আদর আজাদের সঙ্গে দ্বিতীয়বার ঢাকার সিনেমায় কাজ করতে যাচ্ছি। বেশ ভালো লাগছে। ঢাকার দর্শকরা ভিন্ন স্বাদের একটি সিনেমা পেতে চলেছেন।
সিনেমার পরিচালক কামরুজ্জামান রুমান বলেন, অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘লিপস্টিক’ সিনেমার পরিকল্পনা করা।
আশা করছি, দর্শকদের জন্য নতুন কিছু উপহার দিতে পারব। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসের শুরু থেকেই সিনেমাটির শুটিং শুরু হবে।