ক্রীড়া ডেস্ক
লা লিগায় রিয়াল ওভিয়েদোর মাঠে প্রথমে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই ফিরল বার্সেলোনা। শনিবার রাতে কার্লোস টার্তিয়েরে স্টেডিয়ামে ৩-১ গোলের রোমাঞ্চকর জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।
ম্যাচটিকে বিশেষ করে তুলেছিলেন সান্তি কাজোরলা। ৪০ বছর বয়সে লা লিগায় শুরুর একাদশে নামেন এই স্প্যানিশ তারকা। তার উপস্থিতিতে অনুপ্রাণিত হয়েই যেন শুরুটা জমজমাট করে ওভিয়েদো।
বার্সার গোলরক্ষক হোয়ান গার্সিয়ার ভুলে সুযোগ পেয়ে যান আলবের্তো রেইনা। দুর্দান্ত শটে গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। সেই গোলের পর গ্যালারিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
দ্বিতীয়ার্ধে নিজেদের চেনা ছন্দে ফেরে বার্সেলোনা। ম্যাচের ৫৬ মিনিটে সমতা ফেরান এরিক গার্সিয়া। এরপর ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রস থেকে রবার্ট লেভানদোস্কির দারুণ হেডে এগিয়ে যায় দল। এরপর যোগ করা সময়ে মার্কাস রাশফোর্ডের কর্নার থেকে হেড করে ব্যবধান বাড়ান রোনাল্ড আরাউহো।
শেষ বাঁশি বাজতেই স্কোরলাইন ৩-১। এ জয়ে অপরাজিত ধারা অক্ষুণ্ণ রাখল বার্সেলোনা। লিগ টেবিলে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারা এখন দ্বিতীয় স্থানে, তবে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমে এসেছে দুই পয়েন্টে। ছয় ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে আছে রিয়াল ওভিয়েদো।