The news is by your side.

‘লাভ ইউ দ্য তামান্না’, ভক্তের ভালোবাসা!

0 182

তামান্না ভাটিয়া, দক্ষিণের অভিনেত্রী হলেও বলিউডেও তিনি জায়গা করে নিয়েছেন। সম্প্রতি আবার অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ করেছেন।  জানিয়েছেন, ‘লাস্ট স্টোরি টু’ থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত।

শুটিং বা বিভিন্ন ইভেন্টের খাতিরে মাঝে মধ্যেই বিমানবন্দরে দেখা মেলে তারকাদের। কারণ লোকাল পরিবহন ব্যবস্থা বলতে একমাত্রই বিমান বা  ব্যাক্তিগত কার। সম্প্রতি মুম্বাই বিমান বন্দরেই তামান্নার সঙ্গে ঘটে গেল সুন্দর এক ঘটনা, যা দেখে আবেগে কেঁদে ফেললেন অভিনেত্রী তামান্না ভাটিয়া।

মঙ্গলবার একজন পাপারাজ্জির ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেল, তামান্না মুম্বাই বিমানবন্দরে এক ভক্তের সঙ্গে কথা বলছেন।

যিনি তামান্নাকে দেখা করার পরেই কেঁদে ফেলেন এবং অভিনেত্রীর পা স্পর্শ করেন। তিনি অভিনেত্রীকে একটি তোড়া, কার্ড এবং একটি চিঠিও দিলেন। আবেগাপ্লুত তামান্নাও ভক্তকে আলিঙ্গন করলেন। তখনই ওই ভক্ত তাঁর বাহুতে ট্যাটু দেখালেন।

কালো এবং সাদা রঙে কালি করা সেই ট্যাটুটি ছিল তামান্নার মুখের। সঙ্গে ট্যাটুর পাশে লেখা, ‘লাভ ইউ দ্য তামান্না’। যা দেখে একপ্রকার কেঁদেই ফেললেন তামান্না। ওই ব্যক্তিকে জড়িয়ে ধরে তামান্না কয়েকবার ‘ধন্যবাদ’ জানালেন।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.