The news is by your side.

লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে হল্টার নেক বিকিনিতে কৌশানি

0 139

কৌশানি মুখোপাধ্যায়। ব্যস্ত একঘেয়েমি রুটিন ছেড়ে কয়েকদিনের বিরতি। একেবারে চেটেপুটে উপভোগ করছেন। লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে অনেকটাই দূরে রয়েছেন টলি অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়।

একরাশ তাজা অক্সিজেন নিতেই বেড়িয়ে পড়েছেন অভিনেত্রী।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নানা মুহূর্তের ছবি ও ভিডিও ক্যামেরাবন্দি করে তা ভক্তদের সঙ্গে শেয়ার করছেন কৌশানি।

যা দেখে রাতের ঘুম উড়েছে ভক্তদের। হলুদ রঙের হল্টারনেক বিকিনি যৌনতা যেন ঠিকরে বেরোচ্ছে। বেরিয়ে রয়েছে বুকের খাঁজ,হট ক্লিভেজে ভক্তদের রাতের ঘুম কেড়ে নিলেন কৌশানি। নিজের ক্লোজড আপ ছবি শেয়ার করে আগুনের ইমোজি দিয়েছেন নায়িকা। প্রতিটি ছবিতে যেন আগুন জ্বালিয়ে দিয়েছেন নায়িকা।

বর্তমানে জলের মধ্যে বিলাসবহুল রিসর্টই তার ঠিকানা। অনন্ত নীল জলরাশির মাঝখানে একাধিক পোজে ছবি শেয়ার করেছেন কৌশানি, যা মুহূর্তে ভাইরাল। ফ্ল্যাট অ্যাবস টোনড ফিগারে নায়িকাকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা। সেক্সি চাবুক ফিগারে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়েছেন কৌশানি। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কৌশানির প্রতিটি ছবিতে লাইক ও কমেন্টের বন্যা আকাশছোঁয়া।

তবে অভিনেত্রীর চর্চিত প্রেমিক বনি সেনগুপ্তকে দেখা যায়নি। তবে কি সোলো ট্রিপেই মলদ্বীপে গেলেন কৌশানি, তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। টলিপাড়ার বাঙালি অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়, ইতিমধ্যেই দর্শক মনে নিজের জায়গা পাঁকিয়ে নিয়েছেন।

নিজের ইনস্টাগ্রামেই একের পর ছবিতেই তিনি নজরে রয়েছেন নেটিজেনদের।শরীরী হিল্লোল জাগানো আবেদনময়ীকে দেখতে সর্বদাই ভিড় জমছে সোশ্যাল মিডিয়ায়। প্রতিটি ছবিতেই যেন তার অ্যাটিটিউটে মুগ্ধ আট থেকে অষ্টাদশী।

গতে বাধা ছক ভেঙে সেক্সি লুকে বঙ্গ ললনা সকলকে কাবু করেছেন। মুহূর্তের মধ্যে ছবিগুলি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিই শুধু নয়, ক্যাপশন দেখেই বোল্ড আউট নেটিজেনরা। তার নির্মেদ চেহারার কোমরের ভাঁজে কাত নেটিজেনরা। লাইক ও কমেন্টের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়েছে।

টলিউডের অন্যতম বহুল চর্চিত জুটি বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন। লুকোছাপা, রাখঢাক এসব মোটেই পছন্দ নয় বরং খুল্লামখুল্লা প্রেমেই মজেছেন বনি ও কৌশানি। নিজেদের প্রেমের কথা কোনওদিনই গোপন রাখেননি এই টলি কাপল।

 

 

Leave A Reply

Your email address will not be published.