The news is by your side.

‘লং মার্চ ২ডি, এক মিশনে চীনের ৪১ স্যাটেলাইট!

0 101

এক মিশনে ৪১টি স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) পাঠাল এশিয়ার অন্যতম পরাশক্তি চীন।

বৃহস্পতিবার একটি রকেটে করে এসব স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়। এর আগে কখনও এতগুলো স্যাটেলাইট এক মিশনে পাঠানো হয়নি। এটা চীনের জন্য নতুন রেকর্ড। এই মিশনে ব্যবহার করা হয়েছে ‘লং মার্চ ২ডি, নামের একটি রকেট।

বৃহস্পতিবার চীনের শানজির প্রদেশের স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র তাইওয়া স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এই রকেট উৎক্ষেপণ করা হয়। এদিন বেলা দেড়টার দিকে চীনের ভূমি ত্যাগ করে রকেটটি।

‘লং মার্চ’ সিরিজের রকেট ব্যবহার করে এর আগেও ৪৭৫টি অভিযান পরিচালনা করেছে চীন। সর্বশেষ মিশনে যে ৪১টি স্যাটেলাইট পাঠানো হয়েছে, সেগুলো মূলত বাণিজ্যিক কাজে ব্যবহার করা হবে। নতুন করে পাঠানো এসব স্যাটেলাইটের মধ্যে ৩৬টি জিলিন-১ সিরিজের। এগুলোকে ‘রিমোট সেন্সিং স্যাটেলাইট’ বলা হয় । কোনও সুনির্দিষ্ট এলাকা থেকে তথ্য সংগ্রহের জন্য এই স্যাটেলাইট ব্যবহার করা হয়। এগুলো চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি।

২০১৫ সালে যখন প্রথম জিলিন-১ সিরিজের স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিল চীন, তখন এর ওজন ছিল ৪২০ কেজি। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এখন এর ওজন কমানো হয়েছে। বর্তমানে এই সিরিজের একটি স্যাটেলাইট এর ওজন মাত্র ২২ কেজি।

 

 

Leave A Reply

Your email address will not be published.