The news is by your side.

রোহিঙ্গা ক্যাম্পে গুলি বিনিময়, শিশুসহ আহত ৪

0 95

কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে ফের গুলির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ চার রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। সোমবার সকালে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. করিমের ছেলে ওমর ফারুক (৭), একই ব্লকের জামাল উদ্দিনের ছেলে মো. জসিম (৬), মোস্তাক আহমেদের ছেলে মোহাম্মদ ফারুক (৭) এবং আমানুল্লাহর ছেলে করিম উল্লাহ (৫৫)। আহতরা সবাই ক্যাম্প ৮ এর ব্লক-এ’র বাসিন্দা।

রোহিঙ্গারা জানান, ক্যাম্পের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র দল আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সদস্যদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দুইজন পথচারী গুলিতে আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ক্যাম্পে গুলির ঘটনার কথা স্বীকার করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীদের সশস্ত্র দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে সাঁড়াশি অভিযান চলছে। ক্যাম্পের সার্বিক পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.