The news is by your side.

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, গুলিতে নিহত আরসা কমান্ডার

0 134

 

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সঙ্গে গুলি বিনিময়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার আব্দুল মজিদ ওরফে লালাইয়া (৩২) নিহত হয়েছেন। এ সময় আরসার তিন সদস্যকে আটক করা হয়েছে।

মঙ্গলবার এ তথ্য জানান ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. ফারুক আহমেদ। এর আগে সকালে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মজিদ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় কমান্ডার ছিলেন। ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে জানিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. ফারুক আহমেদ।

মো. ফারুক আহমেদ জানান, ‘মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ নম্বর ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়। উপস্থিতি টের পেয়ে এ সময় এপিবিএনকে লক্ষ্য করে গুলি চালায় আরসার সদস্যরা। আত্মরক্ষার্থে এপিবিএনও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে কমান্ডার লালাইয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও জানান, ‘পরে তল্লাশি চালিয়ে আরসার তিনজন সদস্যকে আটক করা হয়। এ সময় একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় দুইজন পুলিশ সদস্যও আহত হয়েছে।’

আটক আরসা সদস্যরা হলেন- মোহাম্মদ তাহের (৪৫), জামাল হোসেন (২০) ও (৩) লিয়াকত আলী (২৫)।

নিহতের লাশ উদ্ধার করা হয়েছে জানিয়ে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে এবং হামলাকারীদের ধরতে পুলিশের যৌথ অভিযান চলছে।’

Leave A Reply

Your email address will not be published.