নেহা কক্করের জীবনে নতুন বসন্ত। প্রেমে পড়েছেন। দিন দুয়েক আগে নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন সে কথা। প্রেমিক রোহণপ্রীত সিংহের সঙ্গে ছবি দিয়ে ভালোবেসে বলেছেন ‘তুমি আমার’। আদর করে নিজেদের নাম রেখেছেন ‘নেহুপ্রীত’।
রোহণপ্রীত সিংহ পঞ্জাবি গায়ক। সা রে গা মা পা লিটল চ্যাম্পসে অংশগ্রহণ করেছিলেন তিনি। অন্যদিকে নেহা উঠে এসেছিলেন ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চ থেকে। অর্থাৎ প্রেমিক-প্রেমিকা দু’জনেই রিয়্যালিটি শো মারফত জার্নি শুরু করেন । কিন্তু প্রেমটা হল কী করে? সে বিষয়ে এখনও যদিও মুখ খোলেনি এই ‘লাভ বার্ডস’। ইনস্টগ্রামে নেহার পোস্টে শুভেচ্ছার জোয়ার। কোরিওগ্রাফার টেরেন্স লুইস থেকে অভিনেতা অর্জুন বিজলানি— প্রত্যেকেই উচ্ছ্বসিত নতুন প্রেমের খবর শুনে।
প্রেম তো হল। গতি বাড়িয়ে নেহা কি এ বার বিয়ের দিকে এগোচ্ছেন? তাঁর ইনস্টাগ্রামে চোখ রাখলে তেমনটাই আভাস মিলছে! দুধে আলতা সালোয়ারে ‘দেশি গার্ল’ অবতারে নেহা হাসিমুখে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনের শেষে হ্যাসট্যাগ বলছে #নেহাদ্যবিয়া। যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় ‘নেহার বিয়ে’। তবে কি এই বসন্তেই তবে প্রেমিকের গলায় মালা দিতে চলেছেন গায়িকা?
অভিনেতা হিমাংশু কোহালির সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন নেহা। পরিণতি পায়নি সেই প্রেম। হতাশায় ডুবেছিলেন গায়িকা। তারপর নাম জড়ায় উদিতপুত্র আদিত্যর সঙ্গে। দু’জনের বিয়ের গুঞ্জনও শোনা গিয়েছিল বি-টাউনে। শোনা যায় বাবা উদিত, মা দীপারও পছন্দ ছিল নেহাকে। শেষমেশ সব বিতর্ক, গুঞ্জন পেরিয়ে মনের মানুষ খুঁজে পেয়েছেন নেহা। ভালবাসায়, ভাল লাগায় দিন কাটাচ্ছেন গায়িকা।