রোমে ছুটি কাটাচ্ছেন যুগলে। রাস্তায় খুল্লমখুল্লা প্রেম করছেন। ঠোঁটে ঠোঁট রেখে একে অপরকে বলছেন ভালবাসার গল্প। আইসক্রিম খাচ্ছেন চেটেপুটে। সম্প্রতি নিক জোনাস এর ইনস্টাগ্রাম জুড়ে ভালবাসার মরশুম। ক্যাপশনে শুধুই ‘রোম’।
বয়সে ছোট প্রেমিককে বিয়ে। হাজার সমালোচনার ভিড় কাটিয়ে বিয়ের পরে কন্যা মালতীর জন্ম। লন্ডনে নিজের রেস্তোরাঁ, নিজের কসমেটিক্স ব্র্যান্ড, অভিনয়, সবকিছুতেই সফল গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তবে ব্যস্ততার মাঝেও ‘মী টাইম’ কাটাতে ভোলেন না যুগলে। রোমে, সদ্য প্রেমে পড়া জুটির মতোই ঘুরে বেড়াচ্ছেন দুজনে। তাঁদের দেকে ইনস্টাগ্রামের কমেন্ট বক্স ভরে উঠছে ভালবাসার ইমোজিতে।