The news is by your side.

রোনাল্ডোর সঙ্গে যদি একবার নাচতে পারতাম: নোরা ফাতেহি

0 169

 

মরক্কো বংশোদ্ভূত নৃত্যশিল্পী নোরা ফাতেহি, যিনি এবারে বিশ্বকাপ ফুটবলে ফুটবলারদের পাশাপাশি বড় আকর্ষণ হয়ে আছেন।

কাতার বিশ্বকাপে থিম সং আর ফিফা ফ্যান ফেস্টিভাল মাতিয়ে নিজেকে ইতিহাসের অংশ বলে মনে করছেন এই বলিউড তারকা।

সেইসঙ্গে জানিয়েছেন এক ইচ্ছের কথা; তা হল ফুটবলার ক্রিয়ানো রোনালদোর সঙ্গে একবার নাচের ছন্দে পা মেলানো।

তিনি বলেন, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথাই বলতে হয়, তার সঙ্গে একবার নাচতে পারলে মজা হতো। যখন তার খেলা দেখেছিলাম, তার পায়ের কাজ আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল।

নোরা বলেন, যে দক্ষতায় রোনাল্ডো খেলেছিলেন, মনে হয়েছিল তিনি একজন দুর্দান্ত নৃত্যশিল্পীও হতে পারেন। এমনকি এও মনে হয়েছিল তিনি ‘অ্যাফ্রো’ নাচের কিছু মুদ্রাও তুলতে পারেন, কারণ এ ধরনের নাচে পায়ের কাজ জানতে হয়। যেটা রোনালদোর আছে।

এবারের ফিফায় ভারত থেকে নাচের জন্য নোরার ২০ জন সহশিল্পী কাতারে যান। এক ঘণ্টা ধরে বিশাল দর্শককূলের মনোযোগ ধরে রাখেন তিনি।

‘দিলবার, ‘ও সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘ডান্স মেরি রানি’র মতো জনপ্রিয় নাচগুলো নাচেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.