The news is by your side.

রোড ট্রিপে আলিয়া, ক্যাটরিনা ও প্রিয়াঙ্কা! সঙ্গে শাহরুখ!

0 153

বলিউডে ‘জী লে যারা’ নিয়ে গুঞ্জন অনেক দিন ধরেই। আলিয়া ভাট, ক্যাটরিনা কইফ ও প্রিয়াঙ্কা চোপড়ার এই ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহের শেষ নেই। তিন নারীর গল্প নিয়েই এই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন জোয়া আখতার ও রীমা কাগতি। চলতি বছরের শেষেই মুক্তি পাবে ছবিটি।

কিছুটা ‘দিল চাহাতে হ্যায়’, ‘জিন্দেগি না মিলেগি দুবারা’র ছায়া থাকবে ‘জী লে যারা’ তে। ফারহান আখতার সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে লিখেছেন ‘সার্চিং ফর গোল্ড’। অর্থাৎ ছবির লোকেশন খুঁজছেন তিনি। আশা করা যাচ্ছে ছবির বেশ কিছু অংশ শুট করা হবে রাজস্থানে। আলিয়া পরিচালকের পোস্টে কমেন্ট করে লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না’। ক্যাটরিনা লিখেছেন, ‘খুবই উত্তেজিত’। রটনা এই ছবিতে ক্যামিও চরিত্রে থাকছেন শাহরুখ খান।

‘জী লে যারা’ নিয়ে অনুরাগীরা শুধু নন, আবেগে ভাসছেন আলিয়া, ক্যাটরিনা ও প্রিয়াঙ্কাও। রোড ট্রিপের অ্যাডভেঞ্চারের মাঝে জীবনের যে গল্প পরিচালক তাঁর আগের ছবিগুলোতে বুনেছেন তা মন কেড়েছিল দর্শকদের। সব গল্পই যেন কারও না কারও জীবনে সত্যি। ততটাই বাস্তবিক জীবনের সমস্যাগুলোও। সেই লোভেই ‘জী লে যারা’ নিয়ে অপেক্ষায় সিনেমহল থেকে শুরু করে অনুরাগীরা।

 

 

Leave A Reply

Your email address will not be published.