The news is by your side.

রেকর্ডে পেলে-ম্যারাডোনাকে স্পর্শ করলেন ফেললেন মেসি

0 135

বিশ্বকাপে সর্বোচ্চ ২৫ ম্যাচ খেলার রেকর্ড এতদিন শুধুমাত্র জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউসের ছিল। একাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নেমেই তাকে স্পর্শ করেন মেসি।

অধিনায়ক হিসেবেও সর্বোচ্চ ১৯টি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। এর আগে মেক্সিকোর রাফায়েল মার্কুয়েজের সঙ্গে ১৮টি ম্যাচ খেলে যৌথভাবে শীর্ষে ছিলেন।

উড়ন্ত ফর্মে থেকে নিজে গোল করে ও সতীর্থদের দিয়ে গোল করিয়ে আর্জেন্টিনাকে মরুর বুকে প্রথম বিশ্বকাপের ফাইনালে তুললেন মেসি। যার কল্যাণে কিংবদন্তি পেলে-ম্যারাডোনাকেও স্পর্শ করলেন সময়ের সেরা এই ফরোয়ার্ড।

বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ ৬টি গোলে অ্যাসিস্ট করা একমাত্র ফুটবলার ছিলেন ব্রাজিলের কালো মানিক পেলে। এবার ক্রোয়েশিয়ার বিপক্ষে আলভারেজের গোলে অ্যাসিস্ট করে নিজের ঝুলিতে ৬টি অ্যাসিস্ট নিয়ে বিরল এই রেকর্ডে পেলেকে ছুঁয়ে ফেললেন মেসি।

শুধু নকআউটে সর্বোচ্চ ৬টি অ্যাসিস্ট নয়, বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট এখন ৮টি। যার সুবাদে সেই ১৯৮৬ সালের পর থেকে বিশ্বকাপে সর্বোচ্চ ৮টি অ্যাসিস্টের রেকর্ডে স্বদেশি ডিয়াগো ম্যারাডোনাকেও ছুঁয়ে ফেললেন আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক।

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.