The news is by your side.

রুশ বাহিনীর বিরুদ্ধে ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেন: হোয়াইট হাউস

0 99

 

রাশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান ও অপারেশনে মার্কিন ক্লাস্টার বোমা কার্যকরভাবে ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এর আগে  মানবিক সংকট নিয়ে উদ্বেগকে তোয়াক্কা না করে ইউক্রেনে ভয়ংকর মারণাস্ত্রটি বোমা পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, রাশিয়ার বিরুদ্ধে কার্যকরভাবে ক্লাস্টার বোমা ব্যবহার করছে ইউক্রেন। মার্কিন এই বোমাগুলো রাশিয়ার প্রতিরক্ষামূলক গঠন ও সেনাদের কৌশলের ওপর প্রভাব ফেলছে। এ বিষয়ে ইউক্রেন থেকে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। খবর বিবিসির

কিরবি আরও বলেন, ১২০টিরও বেশি দেশের নিষিদ্ধ করা ক্লাস্টার বোমাগুলো রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা এবং রুশ বাহিনীর গতিবিধির ওপর প্রভাব ফেলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউক্রেনের একটি সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কিয়েভের বাহিনী ইউক্রেনের গ্রীষ্মকালীন আক্রমণকে ধীর করে দেওয়া রুশ অবস্থানের বিরুদ্ধে ক্লাস্টার অস্ত্র ব্যবহার করছে।

ওয়াশিংটন পোস্টের মতে, ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে রাশিয়ার ফ্রন্ট লাইন অবস্থানগুলোতে সফলভাবে পাল্টা আক্রমণ চালিয়েছে ইউক্রেন।

ইউক্রেনের গ্রীষ্মকালীন পাল্টা আক্রমণের সময় গোলাবারুদ ফুরিয়ে গেছে বলে সতর্ক করার পর যুক্তরাষ্ট্র ক্লাস্টার বোমা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।

এদিকে রাশিয়ার কাছে ক্লাস্টার বোমার পর্যাপ্ত মজুত রয়েছে এবং প্রয়োজনে এসব বোমা ব্যবহারের অধিকার মস্কো রাখে বলে হুমকি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Leave A Reply

Your email address will not be published.