The news is by your side.

রুবেলের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি:  জাহিদ আহসান রাসেল

0 306

 

 

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।

মঙ্গলবার  দেওয়া শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রতিমন্ত্রী বলেন, মোশাররফ হোসেন রুবেল দেশের একজন প্রতিভাবান ক্রিকেটার ছিলেন। অসময়ে তার এ চলে যাওয়া দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি বলেন, ক্রিকেটার রুবেল ক্যান্সারে আক্রান্ত হলে  প্রধানমন্ত্রী তার উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও সবসময়  তার পাশে থেকে সহযোগিতা করেছে।

 

Leave A Reply

Your email address will not be published.