The news is by your side.

রিল জীবনের মত রিয়েল জীবনেও বোল্ড অভিনেত্রী  আভা পল!

0 122

আভা পল। ডিজিটাল দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী । অল্ট বালাজির গন্দি বাত, হায় তৌবা এবং ২০১৩ সালের কা’মসু’ত্র থ্রি ডি থেকে তিনি উঠে এসেছিলেন আলোচনায়। তার বোল্ডনেস নিয়ে আলাদা করে বলার কিছু নেই।

পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় আভা। ইনস্টাগ্রামে মাঝে মাঝে তাবড় তাবড় ছবি এবং ভিডিও শেয়ার করেন যেগুলি একবার দেখলেই মাথা খারাপ হয়ে যাবে।

রিল জীবনের মত রিয়েল জীবনেও আভা বোল্ড। আর সেটা তার পোশাক ছাড়াও ফুটে ওঠে চোখে মুখে। চোখের চাহনি দিয়ে তিনি কাবু করে দিতে পারেন হাজার হাজার পুরুষকে।

একটি ভিডিও তিনি শেয়ার করেন যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। পরনে কালো গাউন তাও আবার স্লিট। ফলে স্পষ্ট উরু থেকে পা, উঁকি মারছে অন্তর্বাস। সরু ফিনফিনে সেই অন্তর্বাস স্পষ্ট হয়ে উঠে পোশাকের দুইপাশ থেকে। এক নজরে দেখলে মনে হবে প্যান্ট পরেননি তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.