বিনোদন ডেস্ক
ঘুরতে যেতে কে না পছন্দ করে না? হাতে টাকা থাকলেই আমরা প্রথমত ভাবি কোনো দামী কিছু কিনবো নয়তো কোনো লং ট্যুরে যাবো।
যদি হাতে অনেক বেশি টাকা থাকে তখন মনে হয় বিদেশ ভ্রমণ করলে কেমন হয়। সেরকমই দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি রাষ্ট্র ফিলিপিন্সে ঘুরতে গিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন।
বন্ধুদের সঙ্গে মাঝে মধ্যেই দেশ বিদেশ ঘুরে বেড়ান অভিনেত্রী। তবে এবারের গুঞ্জন, অভিনেত্রী নাকি নিজের মনের মানুষের সঙ্গে গিয়েছেন ঘুরতে। অন্যান্য বন্ধুদের পাশাপাশি তার মনের মানুষও উপস্থিত সেখানে। নাহ্, এবার আর রাহুল অরুণোদয় নন।
‘তুমি আসবে বলে’ ধারাবাহিকের সময় থেকে রব ওঠে যে রাহুলের সঙ্গে প্রেম করছেন সন্দীপ্তা। রাহুল ও সন্দীপ্তা উভয়েই বলেন যে তারা খুবই ভালো বন্ধু। বন্ধুত্বের বাইরে কিছুই নয়।