The news is by your side.

রাষ্ট্রীয় মর্যাদায় বরণ করা হবে নরেন্দ্র মোদিকে, প্রস্তুত সশস্ত্র বাহিনী

0 703

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমরা স্বাগত জানাই এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বরণ করা হবে। তার নিরাপত্তার জন্য সারাদেশে সশস্ত্র বাহিনীর পাশাপাশি আমাদেরও বাহিনী সার্বক্ষণিক কাজ করে যাবে। যাতে কোন রকম কোন অপ্রতিকর বা অহেতুক ঝামেলা করে নিরাপত্তার বিঘ্ন ঘটিয়ে কোন অহেতুক কর্মকাণ্ড ঘটাতে না পারে সে জন্য আইনশৃংঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

তিনি রবিবার দুপুরে নওগাঁয় গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৮ কোটি ১০লাখ টাকা ব্যয়ে ধামইরহাটে থানা ভবনের নির্মাণ কাজের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথি এসব কথা বলেন।

সীমান্তে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ভারতীয় স্বরাষ্ট্রীমন্ত্রীর সঙ্গে আমার প্রায় কথা হয় সীমান্ত হত্যা বন্ধের জন্য। তবে সীমান্তে গত বছর এবং এই বছর হত্যাকাণ্ড বেড়েছে। আমরা এই নিয়ে আলাপ আলোচনা করে আগের মত জিরো টলারেন্সে নিয়ে যাওয়ার জন্য বিজিবি এবং বিএসএফ কথা হচ্ছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.