The news is by your side.

রাষ্ট্রপতি পদে যাওয়ার যোগ্যতা আমার নেই: ওবায়দুল কাদের

0 137

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাষ্ট্রপতি পদে যাওয়ার যোগ্যতা আমার নেই। প্রধানমন্ত্রী আলাপ-আলোচনা করছেন, খোঁজখবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।’

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সভাকক্ষে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের মতোই সতর্ক অবস্থানে থাকবে। আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করবে। আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়ব না।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘জামায়াতকে নিষিদ্ধ (করা না-করা) আদালতের বিষয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা স্বপ্রণোদিত হয়ে কিছু করছি না। গতকাল তাদের কর্মসূচি দেখলাম। জনগণের সম্পৃক্ততা নেই। ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশের ওপর ইটপাটকেল মারা হয়েছে। এটা বেশিদূর গড়ায়নি। সমাধান হয়ে গেছে।’

Leave A Reply

Your email address will not be published.