ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণের ঘটনায় কিয়েভকে দায়ী করার একদিনের মাথায় সোমবার ইউক্রেনের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। টানা কয়েক মাস পর এদিন প্রথমবারের মতো কিয়েভেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। আক্রান্ত হয়েছে লভিভ, টারনোপিল ও ডিনিপ্রোর মতো অঞ্চলগুলোও।
রুশ বাহিনীর এমন সিরিজ হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়া আমাদের দুনিয়া থেকে মুছে ফেলতে চায়।
ভালোদিমির জেলেনস্কি বলেন, ‘আজ সকালে ইউক্রেনজুড়ে হামলা দেখিয়ে দিয়েছে যে, রাশিয়া আমাদের দুনিয়া থেকে মুছে ফেলার চেষ্টা করছে।’
টেলিগ্রামে দেওয়া পোস্টে কিয়েভ, জাপোরিজ্জিয়া ও ডিনিপ্রোতে বিস্ফোরণের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনজুড়ে বিমান হামলার সাইরেন কমছে না। দুর্ভাগ্যজনকভাবে হতাহতের ঘটনা ঘটেছে।’
জেলেনস্কির দফতরের উপপ্রধান কিরিলো টাইমোশেঙ্কো বলেছেন, ‘ইউক্রেন ক্ষেপণাস্ত্র হামলার শিকার। দেশের অনেকগুলো শহরে হামলার তথ্য রয়েছে।’