The news is by your side.

রাশিয়ায় ভয়াবহ বন্যা, ডুবে যাচ্ছে ওরেনবুর্গ অঞ্চলের নগরী ওরস্ক

0 99

বন্যায় ডুবে যাচ্ছে রাশিয়ার ওরেনবুর্গ অঞ্চলের নগরী ওরস্ক। আজ সকালেও নগরীতে ৬ হাজার ৯৯৫টি আবাসিক ভবন প্লাবিত হয়েছে। এর ফলে ৮০০ শিশুসহ প্রায় আড়াই হাজার বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির জরুরি সেবা বিভাগের বরাতে রুশ সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার রাশিয়ার দুটি শহরে বন্যার সাইরেন বেজে উঠলে আরও হাজার হাজার লোককে দ্রুত সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ কমপক্ষে ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় দুটি প্রধান নদী ভয়াবহভাবে ফুলেফেঁপে উঠেছে।

এদিকে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কো থেকে বন্যা পর্যবেক্ষণ করছেন।

পশ্চিম সাইবেরিয়ার প্রধান তেল উৎপাদনকারী অঞ্চল ওরেনবুর্গ, কুরগান এবং টিউমেন নদীতে এত বেশি পানি প্রবাহিত হয় যে, সাথে সাথে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। বিশ্বের বৃহত্তম হাইড্রোকার্বন অববাহিকা এটি।

প্রায় আট লাখ বাসিন্দার অঞ্চল কুরগানে ড্রোন ফুটেজে রাশিয়ার ঐতিহ্যবাহী কাঠের বাড়ি এবং  অর্থোডক্স গির্জার সোনালি কুপোলাদের বিশাল বিস্তৃত পানির মধ্যে আটকা পড়তে দেখা গেছে। কুরগান অঞ্চলের শহর জেভেরিনোগোলভস্কয়ে তোবোল নদীর পানির স্তর মাত্র দুই ঘণ্টার মধ্যে ৭৪ সেন্টিমিটার বেড়েছে। বার্তা সংস্থা তাস জানিয়েছে, কুরগানে ১৯ হাজারের বেশি মানুষ ঝুঁকিতে রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.