The news is by your side.

‘রাশিয়ায় প্রাণঘাতী অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে চীন: সিআইএ প্রধান

0 115

ইউক্রেনে যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য চীন প্রাণঘাতী সরঞ্জাম পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান উইলিয়াম বার্নস।

রোববার সিবিএসের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন।

সিআইএ পরিচালক বার্নস বলেন, ‘আমরা নিশ্চিত যে চীনা নেতৃত্ব রাশিয়াকে প্রাণঘাতী সরঞ্জাম প্রদানের বিষয়টি বিবেচনা করছে।’

অবশ্য এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- এমন কিছু সম্পর্কে এখনও জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, চীন রাশিয়ায় প্রাণঘাতী সরঞ্জামের চালান পাঠিয়েছে- এমন কিছুর প্রমাণ আমরা এখনও পাইনি।’

বার্নস বলেন, চীন এমন কোনো পদক্ষেপ নিলে সেটি হবে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ ও ‘অবিবেচনাপ্রসূত’।

আর চীনের পক্ষ থেকে এমন কোনো পদক্ষেপ এলে তার পরিণতি কী হতে পারে সে বিষয়টি পরিষ্কার করা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন সিআইএ প্রধান।

Leave A Reply

Your email address will not be published.