রাজা-জুসেপ্পি সীমান্ত ক্রসিং পয়েন্ট ছাড়াও রাশিয়ার সাথে তিনটি সীমান্ত চেকপয়েন্ট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ডের সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম তাস।
বিবৃতিতে বলা হয়, ‘সরকার ২৪ নভেম্বর শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে কুসামো, সাল্লা এবং ভাটিয়াস সীমান্ত চেকপয়েন্ট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার সাথে ফিনল্যান্ডের পূর্বাঞ্চলীয় সীমান্তের সকল সীমান্ত ক্রসিং রাজা-জুসেপ্পি চেকপয়েন্ট দিয়ে করা হবে।’
ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে মোট ৯টি। এর মধ্যে যাতায়াত ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ৪টি সীমান্ত ভালিমা, নুইজামা, নীরালা ও ইমাত্রা ক্রসিং বন্ধ থাকবে।
অবৈধভাবে অভিবাসী প্রবেশের ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করছেন পেত্তেরি অরপো। অরপোর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিনল্যান্ড প্রতিরক্ষা সহায়তায় জোট বাঁধায় অবৈধ অভিবাসী পাঠিয়ে শোধ নিচ্ছে রাশিয়া। তিনি আরও বলেন, রাশিয়া সীমান্তে কোনোরকম যাচাই-বাছাই ছাড়াই অভিবাসীদের ফিনল্যান্ডে প্রবেশের সুযোগ করে দেওয়া হচ্ছে।
ফিনল্যান্ড সীমান্তরক্ষী রয়টার্সকে বলেন, যে ৪টি সীমান্ত বন্ধ করা হবে সেগুলো দিয়ে প্রতিদিন ইরাক, সিরিয়া, সোমালিয়া, ইয়েমেন থেকে অভিবাসী আসছিল। গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত রাশিয়ার সহায়তায় ২৮০ জন অভিবাসী দেশে পৌঁছেছে।