ইউক্রেন আগ্রাসনের বছরপূর্তির দিনে রাশিয়ার বিরুদ্ধে এবার দশম নিষেধাজ্ঞা প্যাকেজের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবারের নিষেধাজ্ঞার শর্তের ফলে যুদ্ধে রাশিয়ার অর্থায়ন জটিলতর হবে এবং দেশটিতে প্রযুক্তি সরঞ্জাম ও অন্যান্য যন্ত্রপাতি সরবরাহ কমে যাবে বলে জানিয়েছেন ইইউ কর্মকর্তারা।
শুক্রবার সন্ধ্যায় ব্রাসেলসে সুইডিশ ইইউ কাউন্সিল প্রেসিডেন্সি এই নিষেধাজ্ঞা অনুমোদনের ঘোষণা দেয়। পরে টুইটে বলা হয়, ‘সব ইইউ সদস্য দেশ মিলে সবচেয়ে শক্তিধর এবং সুদূরপ্রসারী নিষেধাজ্ঞা আরোপ করেছে, ইউক্রেন যাতে যুদ্ধে জিততে পারে। ইউক্রেন ও ইউক্রেনের জনগণের সঙ্গে আছে ইইউ। যতদিন লাগে আমরা ইউক্রেনকে সহযোগিতা করে যাব।’
এবারের নিষেধাজ্ঞায়ও রাশিয়ার ‘প্রোপাগান্ডায় লিপ্ত’ ব্যক্তিদের নাম তালিকাভুক্ত করা হয়েছে, যারা ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় জোরপূর্বক প্রবেশের জন্য ইউক্রেনকে দায়ী করে আসছে। এবং একই সঙ্গে যারা ইউক্রেনে সম্মুখসমরে নিয়োজিত ইরানি ড্রোন নির্মাণে জড়িত রয়েছেন তাদেরও তলিকাভুক্ত করা হয়েছে।