The news is by your side.

রাশিয়ায় বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২০

0 116

রাশিয়ার সাইবেরীয় শহর কেমেরভোতে একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। খবর: বিবিসি’র।

দুই তলা কাঠের ভবনে গভীর রাতে আগুন লেগে যায়। দ্বিতীয় তলার পুরোটি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার ভোর রাতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েক ডজন কর্মী ঘটনাস্থলে যায়।

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের কর্মীরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভবনটির দ্বিতীয় তলার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, উষ্ণায়নকারী বয়লারের ত্রুটির কারণে আগুন লেগেছিল

ভবনটি স্থানীয় প্রোটেস্টট্যান্ট গির্জার এক যাজকের মালিকানাধীন বলে জানা গেছে। অনিবন্ধিত এই বাসভবনটি গৃহহীন বৃদ্ধদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

জরুরি বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেছেন, মৃতদের অধিকাংশই ভবনটির বৃদ্ধ বাসিন্দা। কর্তৃপক্ষের ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এর আগে ২০১৮ সালে কেমেরভো শহরের একটি অবকাশ কেন্দ্রে আগুনের ঘটনায় ৩৭ শিশুসহ ৬০ জনের প্রাণহানি ঘটে।

Leave A Reply

Your email address will not be published.