The news is by your side.

রানা-শ্রদ্ধার  ‘মোস্ট ওয়ান্টেড’,  পোস্টার ভাইরাল

0 203

ছবির মোশন পোস্টার ভাইরাল। ‘ছিছোড়ে’র পর শ্রদ্ধা আবারও ছোট চুলে। এবং তাঁর মুখ দেখে মনে হয়েছে, তিনি আতঙ্কিত। কোনও একটা বিষয় তাঁকে প্রচণ্ড ভয় পাইয়ে দিয়েছে। তিনি দৌড়ে পালাতে ব্যস্ত। রানা দাগ্গুবতী যথারীতি অ্যাকশনের মেজাজে। নায়কের কড়া নজর শ্রদ্ধার উপরে। তাঁদের মুখের উপরে এসে পড়েছে চড়া লাল আলো।

শ্রদ্ধা কাপুরকে শেষ দেখা গিয়েছে রণবীর কাপুরের সঙ্গে। লভ রঞ্জনের পরিচালনায় ‘তু ঝুটি ম্যায় মক্কার’ ছবিতে। ছবিটি বাণিজ্যিক ভাবে সফল। দর্শক-সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে ছবিটি। নায়িকা এখন ব্যস্ত রাজকুমার রাও, অপারশক্তি খুরানা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

‘স্ত্রী ২’-এর শুটে। ছবির পরিচালক অমর কৌশিক। এটি ২০১৮-র জনপ্রিয় হরর কমেডি ‘স্ত্রী’-এর সিক্যুয়েল। রানা দাগ্গুবতীকে শেষ দেখা গিয়েছে নেটফ্লিক্স ওয়েব সিরিজ ‘রানা নাইডু’তে। সেখানে তিনি নায়কের ভূমিকায়। ভেঙ্কটেশ দাগ্গুবতী, সুশান্ত সিং, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকের সঙ্গে। বর্তমানে তাঁর হাতে তিনটি ছবি। যার মধ্যে অন্যতম ‘হাউসফুল ৫’।

 

Leave A Reply

Your email address will not be published.