বিরাট কোহলি না শাহরুখ খান? রাতের ইডেন কার? ম্যাচটা কেকেআর বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হলেও স্পটলাইট একজনের ওপরই। তিনি বিরাট কোহলি। ঘরের মাঠে প্রথম ম্যাচে উপস্থিত থাকবেন শাহরুখ খান। সঙ্গে থাকবেন জুহি চাওলা।
বিরাটের সঙ্গে কি টক্কর দিতে পারবেন? না, বাইশ গজে নামবেন না কিং খান। নাইটদের উৎসাহ দিতে স্পেশাল বক্সে থাকবেন। সেই নিয়ে কলকাতার আগ্রহ চোখে পড়ল না। ম্যাচের আগের দিন যা আভাস মিলল, তাতে কপালে ভাঁজ পড়বে নীতিশ রানার। তিন বছর পর ইডেনে আইপিএলের ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স।
একাই সমস্ত সমর্থন টেনে নিলেন বিরাট কোহলি। কলকাতায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলতে এলেই ইডেন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বেশ কয়েক বছর ধরে এটা হয়ে আসছে। তাই এরকম একটা আভাস আগেই পাওয়া গিয়েছিল। দুপুর থেকেই ইডেন চত্বরে জনতার ভিড়। সব টিকিট আগেই বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু আশা ছাড়েনি কলকাতাবাসী। দেদার ব্ল্যাক হচ্ছে টিকিট। ৭৫০ টাকার টিকিট ২০০০ টাকা বা আরও বেশি দিয়েও কিনছে ক্রিকেট ভক্তরা। ১০০০ টাকার টিকিট ৫০০০-৬০০০ টাকায় বিক্রি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইডেনের আশেপাশের ভিড়ও দ্বিগুণ।
বিরাটকে একঝলক দেখার জন্য গেটের বাইরে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে উন্মাদনা বরাবরই বেশি। তারওপর দুরন্ত ফর্মে আছেন। আইপিএলের প্রথম ম্যাচেই তার প্রমাণ মিলেছে। লক্ষ্মীবার আরও একটি দৃষ্টিনন্দন ইনিংসের অপেক্ষায় ইডেন।
প্রথম ম্যাচে রান পাওয়ায় ফুরফুরে মেজাজে কোহলি। অনুশীলনে হাসিখুশি চেহারাই লেন্সে ধরা দিল। প্রধান পিচের পাশের নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেন। ব্যাটিং অনুশীলনের শেষে কেকেআরের ক্রিকেটারদের সঙ্গে চুটিয়ে আড্ডা মারলেন বিরাট। আলাদা করে কথা বলতে দেখা যায় উমেশ যাদব এবং শার্দূল ঠাকুরের সঙ্গে। নাইট ওপেনার রহমতুল্লা গুরবাজের ক্লাসও নিলেন। ধরে ধরে তাঁকে ব্যাটিং শেখালেন কোহলি। বিরাটের পয়া মাঠ ইডেন। গতবছর ক্রিকেটের নন্দনকাননে প্লে অফ খেলেছে আরসিবি। কিন্তু বড় রান পাননি তারকা ক্রিকেটার। এবার সেই আক্ষেপ মেটাতে চাইবেন বিরাট।
কলকাতা কী চাইবে? কেকেআরের জয়ের থেকেও বেশি বিরাটের রান পাওয়ার প্রার্থনায় শহরের ক্রিকেট ভক্তরা। ম্যাচের আগের দিন ইডেন চত্বরে কয়েকজন সমর্থকের সঙ্গে কথা বলে তেমনই মনে হল। পরিস্থিতি যা তাতে বিরাটের জনপ্রিয়তাকে টক্কর দিতে এগারোজন নাইটের ব্যাটন বইতে হবে কিং খানকে।