The news is by your side.

‘রাজ বলেছিলেন,পরী আমাকে কখনই ছেড়ে যাবে না, আমাদের কবরও একসঙ্গে হবে’

0 126

‘পরীমণি কখনই আমাকে ছেড়ে যাবে না, আমিও  যাবো না। আমাদের দুজনের কবরটাও একসঙ্গে হবে।’ বাবা হওয়ার খবর জানিয়ে স্ত্রী পরীমণিকে নিয়ে এভাবেই বলেছিলেন অভিনেতা শরিফুল রাজ।

‘গুনিন’ চলচ্চিত্রের শুটিংয়ের সময় তাদের পরিচয় এবং প্রেম।

তবে এই প্রেম ও পরিণয়ের পুরো কৃতিত্ব পরিচালক গিয়াস উদ্দিন সেলিমকে দেন  শরিফুল রাজ। তিনি বলেছিলেন, ‘তার ছবি করতে গিয়েই পরীকে পেয়েছি। আর পরী কখনোই তাকে ছেড়ে যাবে না। আমাদের কবরও একসঙ্গে হবে।’

অথচ সেই পরী আর রাজ এখন আলাদা। রাজ বলছেন, আমার আর পরীর একসঙ্গে থাকা সম্ভব নয়।

অন্যদিকে পরীমণি  জানিয়েছেন, ‘গত মার্চের শেষ সপ্তাহে রাজ আমাদের বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলে। শুধু ছেঁড়া বললে ভুল হবে, সে কাবিননামাটি টুকরো টুকরো করে ফেলে। তখন রাজ বলেছিল, সে এ বিয়ে মানে না।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.