The news is by your side.

রাজের স্মৃতিচিহ্ন মুছে দিতে ছেলের নাম বদলে ‘পদ্ম’ রাখলেন পরী

0 142

 

রাজ-পরীর সন্তান হিসেবে ইতোমধ্যে ঢালিউডপাড়ায় বেশ পরিচিত রাজ্য। কিন্তু হঠাৎ কিছু দিন ধরে রাজ্যকে নতুন নামে ডাকছেন পরীমণি। সেটা হলো- পদ্ম। ধারণা করা হচ্ছিল, মা হিসেবে আদর করেই এমন নামে ছেলেকে সম্বোধন করেন তিনি। তবে সোমবার (৭ আগস্ট) ইঙ্গিত পাওয়া গেলো, ছেলের নাম বদলেছেন পরী।

এদিন রাজ্যর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন প্রযোজক আব্দুল আজিজ। সঙ্গে লেখেন, ‘আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের (পোষ্য) দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কী? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।’

আজিজের পোস্টে মন্তব্য করে পুত্রের পুরো নাম জানালেন পরী। লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এর মাধ্যমে অনেকটা নিশ্চিত করলেন যে, পুত্রকে তিনি রাজ্য নয়, বরং পদ্ম নামেই বড় করতে চাইছেন। যদিও বিষয়টি নিয়ে পরীর কাছ থেকে স্পষ্ট কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গত প্রায় আড়াই মাস ধরে শরিফুল রাজ ও পরীমণি আলাদা। দুজনেই জানিয়েছেন, সংসারের গল্পটা আর দীর্ঘ করতে চান না। একদিকে সন্তানকে নিয়ে নতুন জীবন সাজিয়ে নিচ্ছেন পরী, অন্যদিকে রাজ ব্যস্ততা খুঁজে নিয়েছেন তার কাজে। ধারণা করা হচ্ছে, ছেলের নাম থেকে রাজের স্মৃতিচিহ্ন মুছে দিতেই নতুন নাম রেখেছেন পরী।

এদিকে আগামী ১০ আগস্ট এক বছর পূর্ণ হবে পরী-পুত্রের। এজন্য বড় উদযাপনের বন্দোবস্ত করছেন নায়িকা। তবে সেই আয়োজনে রাজের উপস্থিতি চান না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.