The news is by your side.

রাজের সঙ্গে কাটানো মুহূর্ত ছিল স্বপ্নের মতো: পরীমণি

0 65

 

ছেলে-মেয়েকে নিয়ে এখন পরীমণির জীবন আবর্তিত। রাজের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর আর কোনও সম্পর্ক নয়, বরং একলা চলার শপথ নিয়েছেন পরীমণি।

পরবর্তীতে আর বিয়ে করবেন কি না, এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, ‘‘মেয়েদের বিয়ের পর আর সিঙ্গল কি, বিবাহবিচ্ছেদ হয় বিয়ের পর। সেটাই আমার হয়েছে। আর কোনও দিন বিয়ের কথাও ভাবব না।’’

পরীমণি বিভিন্ন সাক্ষাৎকারে ভালবাসাকে মায়ার সঙ্গে তুলনা করেছেন। তাই বাংলাদেশের ওই চ্যাট শোয়ে যখনও অন্তঃসত্ত্বা অবস্থায় অভিনেত্রী আসেন সেই সময় সঙ্গে ছিলেন রাজ।

বছর খানেকের মধ্যেই বদলে গিয়েছে চিত্রটা। ছাড়াছাড়ি হয়েছে তাঁদের। তবে পুরনো ভিডিয়ো দেখে চোখের জল ধরে রাখতে পারেননি নায়িকা।

তিনি বলেন, ‘‘অন্তঃসত্ত্বা অবস্থায় আমার যথাযথ যত্ন নিয়েছে রাজ। সেই সময়ের মানুষটা যেন ফেরেস্তার মতো। আমার জীবনের সুখ স্মৃতিগুলির মধ্যে অন্যতম।’’ যদিও শেষে পরীমণি বলেন, ‘‘বর্তমান সময়ের মানুষটার সঙ্গে সেই মানুষটার কোনও মিল নেই।’’

 

Leave A Reply

Your email address will not be published.