করোনা
……………………………..
কে তুমি ভাই করোনা
কে তুমি ভাই করোনা
করনা আর এত তারণা
পেয়েছো নোবেল পুরস্কার
নিয়েছো অনেক ভালোবাসার জন
হয়েছে তোমার অনেক জয়গান
জানিনা তোমার কোথায় ঘর বাড়ি
থেকো না আর মদের সাথে
চলে যাও যেথা হতে এসেছ তুমি
পারবেনা মোদের সাথে
মোদের সাথে আছে মহান সৃষ্টিকর্তা
বিজয় হবেই ইনশাল্লাহ।